তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয় বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে।
১। ই-ফাইলিং প্রশিক্ষণ প্রদান এবং এর সংশ্লিষ্ট বিভিন্ন ট্রাবলশ্যুটিং ;
২। ওয়েব পোর্টাল হালনাগাতকরন ;
৩। মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনে সহায়তা প্রদান;
৪। আইসিটি বিষয় বিভিন্ন সেবা প্রদান;
৫। মাল্টিমিডিয়া ক্লাস মনিটরিং;
৬। ই-মোবাইল কোর্টে সহায়তা প্রদান'
৭। আইসিটি অবকাঠামো নির্মাণে সহায়তা প্রদান;
৮। ইনোবেশনে সহায়তা প্রদান;
৯। ডিজিটাল ল্যাব মনিটরিং এবং বিভিন্ন প্রশিক্ষণে সহায়তা প্রদান;
১০। জন্ম সনদ সংশোধনে সহায়তা প্রদান;
১১। সরকারের বিভিন্ন দপ্তরে আইসিটি প্রশিক্ষনে সহায়তা প্রদান;
১২। সরকারের বভিন্ন দপ্তরে আইসিটি যন্ত্রপাতি ক্রয়ে সহায়তা প্রদান;
১৩। ই জিপি, ই টেন্ডারিং, পিপিআর প্রভৃতি কার্যক্রমে সহায়তা প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস